ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

২০১০ সালের শিক্ষানীতি বাতিল

শেখ হাসিনার শিক্ষানীতি বদল, দেশের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে!

প্রকাশিত: ২১:৫৭, ১৯ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনার শিক্ষানীতি বদল, দেশের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে!

শেখ হাসিনা সরকারের আমলে প্রণীত ২০১০ সালের শিক্ষানীতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এই নীতিকে ‘অনুপযোগী ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে শিগগিরই নতুন শিক্ষানীতি প্রণয়নের জন্য একটি শিক্ষা কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

অধ্যাপক আমিনুল ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, গতকাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক আলোচনায় জানান, নতুন কমিশনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিমান ব্যক্তিরা থাকবেন। তিনি আরও বলেন, “নতুন শিক্ষানীতি যেন কোনো বিতর্ক সৃষ্টি না করে, কমিশন তা নিশ্চিত করবে।”

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, স্বাধীনতার পর থেকে দেশের ছয়টি শিক্ষানীতি সরকার পরিবর্তনের সঙ্গে বাতিল হয়েছে। ২০১০ সালের শিক্ষানীতিকে বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এর বাস্তবায়নের সীমাবদ্ধতা।

মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আগামী দুই-তিন কার্যদিবসের মধ্যে নতুন শিক্ষা কমিশনের সদস্যদের নাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। নতুন নীতিতে বাজেট বরাদ্দসহ নানা পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজু

×