ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

বঙ্গবন্ধু ম্যুরাল এখন ‘পুকি চত্বর’

প্রকাশিত: ০৩:২৩, ১৯ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু ম্যুরাল এখন ‘পুকি চত্বর’

ছবি: সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৭০ লাখ ব্যয়ে বঙ্গবন্ধু ম্যুরাল তৈরি হলেও উদ্বোধনের আগেই পট পরিবর্তন হয় আওয়ামী লীগ সরকারের। ফলে ম্যুরালে থাকা সব শিল্পকর্ম কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সেটি এখন ‘পুকি চত্বর’ হিসেবে পরিচিত পাচ্ছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, ২০২৩ সালের জুন মাসে ম্যুরালটির নির্মাণকাজ শুরু হয়েছিল।  ভাষা আন্দোলন, ৬ দফা এবং মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে নির্মাণ করা হয়েছিল এই ‘বঙ্গবন্ধু ম্যুরাল’। এ বছর জুলাই মাসে নির্মাণকাজ শেষ হওয়ার পর গত ৫ আগস্ট সরকারের পরিবর্তন হয়। ফলে আর উদ্বোধন করা হয়নি ম্যুরালটি। বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ ভবনের সামনের গোল চত্বরে এই স্থাপনাটি নির্মাণ করা হয়।

 

শিক্ষার্থীরা জানায়, টিএসসির সামনের রাস্তার অবস্থা খুবই খারাপ একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে, বাস স্ট্যান্ড থেকে প্রশাসনিক ভবন, সেন্ট্রাল মসজিদ ও হলগুলোতে যাওয়ার রাস্তার অবস্থাও করুণ, টিএসসির জায়গা সংকটসহ আরও অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যার কথা বললেই আমাদের বলা হতো বাজেট নাই, টাকা নাই। কিন্তু ম্যুরাল বানাতে ঠিকই বাজেট ছিল। এটা অপচয় ছাড়া আর কিছুই না। এই ম্যুরালে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের আত্মত্যাগ ফুটিয়ে তোলার দাবি জানান তারা। 

 

বিশ্ববিদ্যালয়ের প্লানিং, ডেভেলপমেন্ট এন্ড ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. মনিরুজ্জামান বাহাদুর বলেন, এখনো স্থাপনাটি নিয়ে কোনো পরিকল্পনা করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, পুকি (Pookie) হল স্নেহের একটি শব্দ, যা সুন্দর কিছু বর্ণনা করে। মধু, প্রিয়তমা এবং প্রিয়তমের মতোই সুন্দর বলে মনে করে এমন বুঝায় পুকি শব্দের দ্বারা।

তাবিব

×