ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

গুপ্তহত‍্যা বন্ধ করতে না পারলে চেয়ারে বসে থাকার প্রয়োজন নাই: সমন্বয়ক রাফি

প্রকাশিত: ২৩:৩৭, ১৮ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২৩:৩৭, ১৮ ডিসেম্বর ২০২৪

গুপ্তহত‍্যা বন্ধ করতে না পারলে চেয়ারে বসে থাকার প্রয়োজন নাই: সমন্বয়ক রাফি

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, "গুপ্তহত্যা বন্ধ করতে না পারলে ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নেই।"

তিনি বলেন, "প্রতিটি দিন জুলাই বিপ্লবের কোনো না কোনো প্রাণ ঝরে যাচ্ছে। প্রতিদিন রক্ত ঝরতে দেখছি। আমরা এই রক্তের বন্যায় ক্লান্ত। বাংলাদেশ সরকার নিরব দর্শকের ভূমিকায় অবস্থান করছে, যেন ঘুমিয়ে আছে।"

চট্টগ্রামে জসিমউদ্দিন হত্যাসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর হত্যার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাফি আরও বলেন, "আমরা পরিষ্কার বলতে চাই—প্রাইভেট হোক কিংবা পাবলিক, গ্রাম হোক কিংবা শহর—কিছুই আলাদা করে দেখি না। আমরা শুধু জানি, আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি। রাজপথের একজন সহযোদ্ধাকে হারিয়েছি। যারা আমাদের ভাইকে হত্যা করেছে, তাদের খুঁজে বের করতে হবে। চিরুনি অভিযান চালিয়ে দ্রুত গ্রেপ্তার করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।"

এম.কে.

×