ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জানুয়ারিতে সব বই পাচ্ছে না মাধ্যমিকের শিক্ষার্থীরা

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২২:০৭, ১৭ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২২:০৯, ১৭ ডিসেম্বর ২০২৪

জানুয়ারিতে সব বই পাচ্ছে না মাধ্যমিকের শিক্ষার্থীরা

নতুন বই

নতুন বছরের নতুন শিক্ষাক্রম শুরুর আর বেশি বাকি না থাকলেও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪০ কোটি বইয়ের মধ্যে ৩৭ কোটিরও বেশি বইয়ের মুদ্রণ বাকি। ফলে জানুয়ারিতে সব বই পাবে না মাধ্যমিকের শিক্ষার্থীরা।

অবশ্য এনসিটিবি বলছে, জানুয়ারিতে যতোটা সম্ভব বই ছেপে শিক্ষার্থীদের পৌঁছে দেয়া হবে। এবার বইয়ের মুদ্রণ ও তদারকিতে যুক্ত হচ্ছে সেনাবাহিনীর দুটি সংস্থা। 

চলতি বছর শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ৩০ কোটি ৭০ লাখ বই বিতরণ করা হলেও আগামী শিক্ষাবর্ষের জন্য ছাপা হচ্ছে প্রায় ৪০ কোটি বই। কিন্তু প্রাথমিক পর্যায়ের ১০কোটি বইয়ের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর মাত্র ৩ কোটি বইয়ের মুদ্রণ চলছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৭ কোটি ও মাধ্যমিকের ৩০কোটি বই এখনও মুদ্রণের অপেক্ষায়। 

গত ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বইয়ে পরিবর্তন, পরিমার্জন ও সংশোধনের পাশাপাশি পুরনো পাঠ্যক্রমে ফিরছে পাঠ্যপুস্তক। সার্বিক প্রস্তুতিতে মুদ্রণকাজ অনেকটাই বিলম্বিত বলে জানান বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান এনসিটিবির চেয়ারম্যান একেএম রিয়াজুল হাসান। 

বইয়ের মানোন্নয়নে মাধ্যমিকের জন্য এ বছর তদারকির দায়িত্ব পাচ্ছে সামরিক বাহিনীর প্রকাশনা সংস্থা। তবে যন্ত্রপাতির ঘাটতির কারণে এবার মুদ্রণের শুরুতেই নয়, শেষ ধাপে মাঠ পর্যায়ে মনিটরিং করবে তারা। সেইসাথে ১কোটি বইও সেনাবাহিনীর প্রকাশনা সংস্থায় ছাপা হবে বলে জানান এনসিটিবির চেয়ারম্যান একেএম রিয়াজুল হাসান।

নতুন শিক্ষাবর্ষে বইয়ের উৎসব না করে এবার সব শিক্ষার্থীর হাতে মানসম্পন্ন বই পৌঁছে দেয়ায় মূলত মনোযোগ দিয়েছে সরকার। শুরুতে সব শিক্ষার্থী সব বই না পেলেও অনলাইনে থাকা বইয়ের কপি থেকেও শিক্ষার্থীরা সহায়তা নিতে পারবে বলে জানান তিনি। 

শহীদ

×