ছবি: সংগৃহীত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি ক্লাবের কথা তুলে ধরে মন্তব্য করেছেন, যে ক্লাবটির নাম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তিনি বলেন, এটি একটি ব্যান্ড পার্টির মতো ক্লাব, যা পৃথিবীতে 'থার্ড ক্লাস' মানের ক্লাব হিসেবে পরিচিত।
সোমবার বিকালে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘সাতচল্লিশ-একাত্তান-চব্বিশ: আমাদের বিজয়ের পথপরিক্রমা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।
এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের নিজেদের ভাবনা ও চিন্তাধারা প্রকাশের জন্য একটি উন্মুক্ত পরিবেশ তৈরি করা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তা কার্যত পালন করেনি, বরং তারা নানা সময়ে একটি ব্যানার নিয়ে অপরাজেয় বাংলায় দাঁড়িয়ে শিক্ষার্থীদের চিন্তা ও কলম নিয়ন্ত্রণ করতে চেয়েছে।
তিনি আরও বলেন, পৃথিবীর কোথাও এমন ঘটনা পাওয়া যাবে না, এমনকি জার্মানির নাৎসিদের সময়েও যেখানে একই সঙ্গে পরিবার এবং শিক্ষকসমাজ ধ্বংস হয়ে গেছে। এমনকি এমন পরিস্থিতি কোথাও নেই, যেখানে গণভবনের 'মালিক' এবং বায়তুল মোকাররমের খতিব একসঙ্গে দেশ ছেড়ে পালিয়েছে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্যা গালিব, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক আলী আহসান জুনায়েদ প্রমুখ।
নুসরাত