ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

রাবির ইমেরিটাস অধ্যাপক হলেন ড. আজহারুল ইসলাম

প্রকাশিত: ২৩:৪৯, ১৩ ডিসেম্বর ২০২৪

রাবির ইমেরিটাস অধ্যাপক হলেন ড. আজহারুল ইসলাম

ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলামকে একই বিভাগের ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৫তম সভায় এই নিয়োগ অনুমোদন করা হয়। শুক্রবার রাবির জনসংযোগ দফতর এ তথ্য জানায়।


জনসংযোগ দফতর বরাত জানা যায়, ড. এ কে এম আজহারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৬৮ থেকে ২০১২ সাল পর্যন্ত অধ্যাপনা করেন। তিনি ১৯৬৮ সালে রাবি পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ১৯৮৪ সালে প্রফেসর হিসেবে পদোন্নতি লাভ করেন।


ড. আজহারুল ইসলাম রাবি থেকে পদার্থবিজ্ঞানে বিএসসি অনার্স ও এমএসসি উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি ১৯৬৯ সালে লন্ডনের ইমপেরিয়াল কলেজ অব সায়েন্স থেকে ডিআইসি ও ১৯৭২ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার ক্ষেত্র হচ্ছে প্রাথমিক কণা পদার্থবিদ্যা, অতিপরিবাহিতা, পদার্থের বৈদ্যুতিন কাঠামো, ম্যাক্স ফেইজ ও টুডি ম্যাক্স ফেইজ ও সংশ্লিষ্ট বিষয়।


তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস হিসেবে অধিষ্ঠিত আছেন। কর্মজীবনে তিনি রাবি পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি, বিজ্ঞান অনুষদের অধিকর্তার দায়িত্ব পালন করেন। এছাড়া রাজশাহীসহ অন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট ও শিক্ষা পরিষদের সদস্য ছিলেন।


তিনি ১২৫ জন গবেষকের এমএসসি, এমফিল ও পিএইচডি গবেষণা তত্ত্বাবধান করেছেন। তাঁর ২৯৩টি গবেষণা প্রকাশনা দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি কয়েকটি গবেষণা জার্নালের প্রধান সম্পাদক ও সম্পাদনা বোর্ডের সদস্য এবং ৩০টিও বেশি জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা জার্নালের রিভিউয়ার। তাঁর কয়েকটি গ্রন্থও বাংলাদেশ ও বিদেশ থেকে প্রকাশিত হয়েছে। তিনি জাপানি পদার্থবিজ্ঞানীদের সাথে পেরোভস্কাইট-টাইপ অক্সাইড সুপার কন্ডাক্টরের সহ আবিস্কারক।


তিনি ১৬টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার, পদক ও সম্মাননা লাভ করেছেন। তিনি লন্ডনের ইমপেরিয়াল কলেজের পোস্ট ডক্টরাল ফেলো হিসেবেও রয়্যাল সোসাইটির ফেলোশিপে গবেষণা করেছেন। এছাড়া ভিজিটিং সাইন্টিস্ট হিসেবে যুক্তরাজ্য, ভারত, জাপান এবং ইতালিতে গবেষণা করেছেন। তিনি এ পর্যন্ত ২৮টি দেশে একাডেমিক সফর এবং ৫৪টি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন।


ড. ইসলাম দ্যা ইনস্টিটিউট অব ফিজিক্স (লন্ডন) এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির একজন নির্বাচিত ফেলো। এছাড়াও অন্য কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পেশাজীবী সংস্থার ফেলো ও সদস্য।

আশিকুর রহমান

×