ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

এসএসসির সময়সূচি প্রকাশ, পরীক্ষা শুরু ১০ এপ্রিল

স্টাফ রিপোর্টার 

প্রকাশিত: ১৯:১১, ১২ ডিসেম্বর ২০২৪

এসএসসির সময়সূচি প্রকাশ, পরীক্ষা শুরু ১০ এপ্রিল

ফাইল ফটো

২০২৫ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল। প্রথমদিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা এ সময়সূচি প্রকাশ করা হয়।

ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই সূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআর

×