ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

কুবি শিক্ষার্থীকে ’জিজ্ঞাসাবাদের’ জন্য তুলে নিল ডিবি

কুবি সংবাদদাতা

প্রকাশিত: ১৪:৩১, ১২ ডিসেম্বর ২০২৪

কুবি শিক্ষার্থীকে ’জিজ্ঞাসাবাদের’ জন্য তুলে নিল ডিবি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রাকেশ দাসকে সন্দেহভাজন হিসেবে 'জিজ্ঞাসাবাদের' জন্য বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তুলে নিয়ে গিয়েছে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন মামা হোটেলের সামনে থেকে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির সহায়তায় একটি সিএনজিতে করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

রাকেশ দাসকে নিয়ে যাওয়ার ব্যাপারে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান বলেন, 'আমরা তাকে আপাতত জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। তদন্ত সাপাক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

'কোন প্রেক্ষাপটে তাকে নিয়ে যাওয়া হচ্ছে', এমন প্রশ্নে তিনি বলেন, 'তার নামে একটি মামলা ছিল, এছাড়া আগে ছাত্রলীগ করতো। সব মিলিয়ে আমরা সন্দেহভাজন হিসেবে তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি।'

এর আগে গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার সদর দক্ষিণ থানায় বাদী হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো: সাখাওয়াত হোসেন গত ১১ জুলাইয়ের হামলার ঘটনায় বিস্ফোরক আইনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, সাবেক প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী সহ ৩৬ জন এবং অজ্ঞাতনামা ৫০-৬০ জন উল্লেখ করে মামলা করেছিল। সেই মামলায় ১৪ নম্বর আসামী হিসেবে রাকেশ দাসের নাম উল্লেখ করা হয়েছে।

তবে এই মামলাটি চলতি বছরের অক্টোবর মাসের ১ তারিখ প্রত্যাহার করে নেয়া হয়েছে। এই মামলা প্রত্যাহার সংক্রান্ত হলফনামা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এছাড়া রাকেশ দাস গত ৫ আগস্টের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-ইলাহীর গ্রুপের রাজনীতির সাথে জড়িত ছিল।

এম.কে.

×