বিজয়ী ও বিজিত দলকে আকর্ষণীয় চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি দেওয়া হয়।
ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রীতি ফুটবল ম্যাচ ২০২৪ গত ১১ নভেম্বর সকাল ১১টায় জবি দ্বিতীয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচে সভাপতি মাহামুদুল হাসান তানভীর টিম ২-১ গোলে সাধারণ সম্পাদক টিমকে পরাজিত করে। বিজয়ী ও বিজিত দলকে আকর্ষণীয় চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি দেওয়া হয়।
বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে বিজয় ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রীতি ফুটবল ম্যাচ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটি নির্ধারিত এক ঘণ্টার খেলার প্রথমার্ধে সাধারণ সম্পাদক গ্রুপের পক্ষে গোল করেন
বাহান্ন নিউজ জবি প্রতিনিধি মিনহাজুুল ইসলাম মিন্টু। এর পরে সভাপতি গ্রুপের রাইজিন ক্যাম্পাস জবি প্রতিনিধি নাইমুর দুইটা গোল করে খেলায় ২-১ গোলে সভাপতি গ্রুপ বিজয় অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, তোমাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে খেলাধুলার ভূমিকা অনেক। এছাড়া তোমাদের সবার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে নিয়মিত এমন আয়োজন করা উচিত।
উল্লেখ্য, ২০০৬ সালের ২০ জুন শিক্ষা, সততা, সাহসিকতা— স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। দীর্ঘ এই সময়ে দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের কাছে আস্থার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে।
রিয়াদ