সারাদেশে শীত নেমেছে। উচ্চবিত্তদের কাছে শীতের এই দিনগুলো উৎসবের হলেও নিম্নবিত্ত এবং সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য শীত এক ভয়াবহ দুর্ভোগ। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ জবুথবু হয়ে যায়। খাবারের চেয়েও শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে তাদের। শৈত্যপ্রবাহের রুক্ষতা থেকে রক্ষা পাওয়ার ন্যূনতম ব্যবস্থাপনাও থাকে না তাদের। তাই এই শীতে দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে প্রতি বছরের ন্যায় এবারও শীতবস্ত্র সংগ্রহের জন্য হলে হলে বক্স স্থাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’।
একদল তরুণ শিক্ষার্থীর উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে শীতবস্ত্র সংগ্রহের জন্য একটি করে বক্স স্থাপন করেছে ‘তারুণ্য’। যেখানে শিক্ষার্থীরা তাদের অতিরিক্ত বস্ত্রটি রেখে আসে। পরবর্তীতে সেগুলো সংগ্রহ করে তারুণ্যের স্বেচ্ছাসেবকরা দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করে থাকে। এভাবেই বছরের পর বছর শীতার্তদের উষ্ণতা দিতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ এই স্লোগানকে সামনে রেখে ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় প্রতিবছর শীতে তারা ‘শীতবস্ত্র সংগ্রহের বক্স’ কার্যক্রম পরিচালনা করে থাকে।
এবারও তার ব্যতিক্রম হয়নি। এ বছর নভেম্বর মাসের ২৪ তারিখ থেকে তারা এ কার্যক্রম শুরু করে। প্রথমে তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আটটি হলে বক্স স্থাপন করে। এটি প্রায় এক মাস চলমান থাকবে। পরে তারা কুষ্টিয়া, ঝিনাইদহ ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে শীতার্তদের সহযোগিতার জন্য অর্থ সংগ্রহ করে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী এবং জনসাধারণ শীতার্তদের পাশে দাঁড়াতে অর্থ এবং কাপড় তারুণ্যর মাধ্যমে দিয়ে থাকে।
‘তারুণ্য’ এই শীতবস্ত্র সংগ্রহের বক্স কার্যক্রমের মাধ্যমে প্রতিবছর প্রায় ১৫০-২০০ পরিবারকে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করে থাকে। এর আগে এই কার্যক্রমের আওতায় ২০২২ সালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে ক্যাম্পাস সংলগ্ন এলাকার মানুষের মাঝে, ২০২৩ সালে কুষ্টিয়া শহরের ৬নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হরিপুর অঞ্চলের মানুষের মাঝে ও সর্বশেষ ২০২৪ সালে ঝিনাইদহ সদরের চন্ডিপুর বিষ্ণুপদ স্কুল অ্যান্ড কলেজে সেই গ্রামের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি। এছাড়াও বিগত বছরগুলোতে কুষ্টিয়া, ঝিনাইদহের বিভিন্ন এলাকা এবং ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করে ‘তারুণ্য’।