বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভায় বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০-এর পরিবর্তে ১০০ করা হবে বলে জানানো হয়।
সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানান।
মোখলেস উর রহমান বলেন, পরীক্ষার নম্বর কমানোর পাশাপাশি কমছে বিসিএসের আবেদন ফি। ২০০ টাকা দিয়ে বসা যাবে এই পরীক্ষার টেবিলে। অন্যান্য সরকারি, আধা সরকারি, ব্যাংক ও বীমার চাকরির আবেদন ফি-ও ২০০ টাকার বেশি নেওয়া যাবে না।
আগামী এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি।
ফুয়াদ