বিক্ষোভ মিছিল করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।
ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে হাদী চত্বরে জড়ো হন।
এসময় শিক্ষার্থীরা ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’; ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’; ‘আগরতলায় হামলা কেন, দিল্লি তুই জবাব দে’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
শিক্ষার্থীরা বলেন, "আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার ঘটনায় ভারতকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। তাদের সাথে আমাদের প্রতিবেশীর সম্পর্ক, রাজা-প্রজার নয়। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে স্বৈরাচারী হাসিনাকে হটিয়েছি। দেশের প্রশ্নে আমরা আবারও লড়াইয়ে নামতে রাজি আছি। শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা ভারতীয় আধিপত্য মেনে নেব না।"
বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এর আগে সোমবার দুপুরের দিকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা।
রিয়াদ