ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

সাফজয়ী ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিল প্রশাসন

পাবর্ত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি

প্রকাশিত: ১৮:৫৭, ২৮ নভেম্বর ২০২৪

সাফজয়ী ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিল প্রশাসন

সাফজয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিয়েছে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন।  বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য অনিমেয় চাকমা।

 সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন লক্ষিছড়ি থানার অফিসার ইনচার্জ মো: খালেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রনব কুমার পোদ্দার,প্রেস ক্লাব সভাপতি মো. মোবারক হোসেন, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রুপন চাকমা প্রমুখ। 

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল টিম। আর এ টিমের অন্যতম খেলোয়ার পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দূর্গম জনপদ সুমন্ত পাড়ার বাসিন্দা ম্যাজিকেল চাকমা খ্যাত 'মনিকা চাকমা'। নিজ উপজেলায় সংবর্ধনা পেয়ে খুশি মনিকা। 

এসআর

×