ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলার সমর্থককে আটক করলো শিক্ষার্থীরা

জাবি সংবাদদাতা

প্রকাশিত: ১৭:৫৩, ২৮ নভেম্বর ২০২৪; আপডেট: ১৭:৫৩, ২৮ নভেম্বর ২০২৪

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলার সমর্থককে আটক করলো শিক্ষার্থীরা

আটককৃত শিক্ষার্থী ফয়সাল আলিম আলফা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত ১৫ জুলাই রাতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সশস্ত্র হামলার এক সমর্থককে আটকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় মীর মশাররফ হোসেন হলে তাকে আটক করা হয়।

আটক শিক্ষার্থীর নাম ফয়সাল আলিম আলফা। তিনি ৪৮ ব্যাচের গণিত বিভাগের ও মীর মোশাররফ হোসেন হলের শিক্ষার্থী।

হলের শিক্ষার্থীরা জানায়, ১৫ই জুলাই রাতে বহিরাগত এনে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার পর থেকেই আন্দোলনকে দমাতে আলফা ক্রমাগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে আসছিলেন। পাশাপাশি ফেসবুকে বিভিন্ন ফেইক আইডি খুলে আন্দোলনকারীদের হুমকি দিয়েছেন তিনি। এছাড়া আলফা হলে মাদক সেবন ও মাদক সিন্ডিকেটের সদস্য ছিল বলে দাবি করে হলের শিক্ষার্থীরা। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে তাকে সোপর্দ করা হয়।

এ বিষয়ে মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, ‘আলফার বিরুদ্ধে এর আগেও অভিযোগ পেয়েছি। জুলাইয়ের হামলার সমর্থনকারী হিসাবে থাকায় শিক্ষার্থীদের তোপের মুখে আলফা হল ত্যাগ করে। পরবর্তীতে আলফা আবারও আসলে শিক্ষার্থীরা তাকে আটক করে ও গেস্টরুমে রাখে এবং বিষয়টি আমাকে জানায়। পরে সাথে সাথে প্রক্টর অফিসে জানানো হয়।’

এ বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘সাড়ে ৩ টার দিকে ফোন পেয়ে আমরা এখানে আসি। এখন আমরা নিরাপত্তা অফিসে নিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

নুসরাত

×