ইবিতে আন্দোলনকারীদের অগ্রাধিকার দিয়ে সিট বরাদ্দের বিজ্ঞপ্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে আবাসিকতা প্রদানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ করে বিজ্ঞপ্তি দিয়েছে হল কর্তৃপক্ষ। এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
হল সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ নভেম্বর) হলের প্রভোস্ট অধ্যাপক এ বি এম জাকির হোসেন সই করা বিজ্ঞপ্তিটি হলের নোটিশ বোর্ডে দেওয়া হয়। পরে বিজ্ঞপ্তির কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। শিক্ষার্থীরা এটিকে ‘নতুন বৈষম্য’ আখ্যা দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
শিক্ষার্থীদের ভাষ্য, কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের পর এখনো একই ধরনের চর্চা চলতে পারে না। তারা মেধা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে আবাসিকতা প্রদানের দাবি জানান।
এদিকে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তড়িঘড়ি করে ওই নোটিশের অগ্রাধিকার দেওয়া হবে অংশটি ‘জোড়াতালি’ দিয়ে ঢেকে দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘বিজ্ঞপ্তিতে এমন কিছু উল্লেখ করার বিষয়ে আমি অবগত ছিলাম না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কখনোই এমন কোনো দাবি বা চাওয়া ছিল না, আগামীতেও থাকবে না। আন্দোলন করেছি বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে। সেই লক্ষ্য নিয়ে কাজ করতে চাই। প্রভোস্ট নিজে থেকেই এমন লিখেছেন।’
হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, আমি আগে এটার একটা খসড়া করে রেখেছিলাম। কম্পিউটারে যে প্রিন্ট দিয়েছে সে ভুলবশন আগেরটা প্রিন্ট দিয়ে ফেলেছে। আমিও খেয়াল করিনি। সাইন করে দিয়েছি। পরে জানান সাথে সাথে সেটা সংশোধন করেছি।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, আমাদের এরকম বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। নোটিশের বিষয়টা জানার সাথে সাথে প্রভোস্টকে কল দিয়েছিলাম। তিনি বলেছেন ভুলবশত হয়েছে। পরে তিনি সংশোধন করে দিয়েছেন।
জাফরান