তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বন্ধ রয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এমন পরিস্থিতিতে চলমান একাদশ ও দ্বাদশ শ্রেণির অর্ধ-বার্ষিকী ও প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) কলেজের অধ্যক্ষ কাকলী মুখোপাধ্যয়ের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ দুই শ্রেণির চলমান পরীক্ষা স্থগিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অর্ধবার্ষিকী ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষাসমূহের সংশোধিত রুটিন পরবর্তীতে জানানো হবে।
জানা যায়, রাজধানীর ডেমরায় অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এইচএসসির শিক্ষার্থী অভিজিত হালদার ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থান মৃত্যুবরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।
তাবিব