মুখোমুখি অবস্থানে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ও তিন প্ল্যাটফর্মের সম্মিলিত একটি পক্ষ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চারুকলা অনুষদের ভবন নির্মাণ নিয়ে মুখোমুখি হয়েছে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ও তিন প্ল্যাটফর্মের সম্মিলিত একটি পক্ষ। এই তিন প্ল্যাটফর্মে আছে আধিপত্যবাদ বিরোধী মঞ্চ, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন ও ছাত্র ইউনিয়নের একাংশ।
সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এসময় চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ এর আগে, দুপুর ১২ টা থেকে দ্রুত ভবন নির্মাণের কাজ শুরুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা৷
এসময় আটকা পড়েন প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব, রেজিস্ট্রার আজিজুর রহমানসহ প্রশাসনিক ভবনের কর্মকর্তারা। পরে রাত ৯ টা পেরিয়ে গেলেও তারা অবরোধ তুলে না নিলে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান সেখানে আসেন।
এসময় উপাচার্য চারুকলা বিভাগের শিক্ষার্থীদের যৌক্তিক সময়দান ও আলোচনার টেবিলে বসার আহ্বান জানান৷ তবে রাত ১১ টা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন।
এদিকে, খবর পেয়ে আধিপত্যবাদ বিরোধী মঞ্চ, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন ও ছাত্র ইউনিয়নের একাংশ সেখানে মিছিল নিয়ে উপস্থিত হয়৷ এসময় তারা 'ভারতীয় আগ্রাসন, মানি না মানব না', 'দিল্লী না ঢাকা- ঢাকা ঢাকা', 'ময়েজের দুই গালে, জুতা মারো তালে তালে' ভারতীয় অর্থায়নে ভবন নির্মাণ চলবে না' প্রভৃতি স্লোগান দিতে থাকেন। সর্বশেষ রাত ১১ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে।
শহিদ