ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

জবি শিক্ষার্থীদের সংযম প্রদর্শনের নির্দেশনা প্রশাসনের

জবি সংবাদদাতা

প্রকাশিত: ১৯:২১, ২৫ নভেম্বর ২০২৪

জবি শিক্ষার্থীদের সংযম প্রদর্শনের নির্দেশনা প্রশাসনের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে চলমান সংঘর্ষ এবং উস্কানিমূলক পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সংযম প্রদর্শনের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

সোমবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েকদিনে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষ এবং উস্কানিমূলক পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদেরকে না জড়িয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। 

স্মরণে রাখা প্রয়োজন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদেরকে যে কোনো ধরনের পরিস্থিতিতে সংযম প্রদর্শনের নির্দেশনা দেয়া হলো।

উল্লেখ্য, ভুল চিকিৎসায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদারের মৃত্যুর বিচারের দাবিতে রোববার (২৪ নভেম্বর) ঢাকার ৩৫টি কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালান। যার প্রেক্ষিতে আজ সোমবার মাহবুবুর রহমান মোল্লা কলেজে পালটা হামলা চালান এ দুই কলেজের শিক্ষার্থীরা যা রক্তক্ষয়ী রণক্ষেত্র তৈরি করে। সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই লক্ষীবাজারে অবস্থিত।

এমএম

×