মধ্যরাতে পলিটেকনিক-বুটেক্স শিক্ষার্থীদের সংঘর্ষ আহত হয় ২৮ জন। ছবি: সংগৃহীত।
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) এর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে ২৯ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন এবং অন্যান্য হাসপাতালে ২০ জনেরও বেশি আহত শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
রবিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বুটেক্সের আজিজ হল এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা অন্যান্য হলের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় চলা এই সংঘর্ষে দুপক্ষের ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। রাত ২টার দিকে শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় অবস্থান করে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গাজী শামীমুর রহমান বলেন, "বুটেক্স ও পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। রাত সাড়ে ১০টা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।"
পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল। বুটেক্স ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। রাত দেড়টার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রাস্তা থেকে সরে যান।
বুটেক্সের শিক্ষার্থী জালাল উদ্দীন জানান, "লতিফ হল ও আজিজ হলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ফলে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালে ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।"
এদিকে, সংঘর্ষের সূত্রপাত নিয়ে পুলিশ এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগে বুটেক্স ক্যাম্পাসে মাদক সেবন নিয়ে আজিজ হল ও পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি হয়। এই ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়ার পর তা বুটেক্স এবং পলিটেকনিক ইনস্টিটিউটের অন্যান্য হলের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে ৫০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন।
নুসরাত