৫৩ ব্যাচের শিক্ষার্থীরা।
অটোরিকশার ধাক্কায় আফসানা করিম রাচি নিহতের ঘটনায় ‘জাহাঙ্গীরনগর শাটডাউন’ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা।
রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে থেকে রেজিস্ট্রার ভবনের দুই গেটে তালা ঝুলিয়ে সেখানে বসে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে রেজিস্ট্রার ভবনে সকল ধরনের প্রবেশ-প্রস্থান বন্ধ রয়েছে।
বেলা ১১টার দিকে একটি মিছিল নিয়ে তারা ব্যবসায় অনুষদের সামনে গিয়ে অবস্থান নেন। পরে সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে তারা মিছিল নিয়ে আবার নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।
এসময় রাচি নিহতের ঘটনায় দায়ী রিকশাচালককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।
পরে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তারা দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন। এদিকে, একইসাথে এ ঘটনায় তাদের ১১ দফা দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান শিক্ষার্থীরা।
তবে এ শাটডাউনে বিজনেস স্টাডিজ অনুষদ ও ৫৩ ব্যাচের সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
পরে দুপুরে ৭দিনের মধ্যে ঘাতক অটোরিকশা চালককে গ্রেফতারের প্রশাসনের আশ্বাসের কর্মসূচি সাময়িক প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।
রিয়াদ