নারায়ণগঞ্জে আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে এইচএসসি-২০২৪ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা।
নারায়ণগঞ্জে আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে এইচএসসি-২০২৪ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভিড় জমান। তাদের উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ‘সবুজ সুন্দর ক্যাম্পাসে আয়োজিত এই অনন্য এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘদিনের সুনামখ্যাত এই বিশ্ববিদ্যালয় ছেলেমেয়েদের ভবিষ্যত আলোকিত করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি। এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’
অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায় বলেন, ‘আর পি সাহা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভবিষ্যত স্বপ্ন বিনির্মাণে সবসময় পাশে থাকবে।’
বিশেষ অতিথি গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের উন্নত ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়।এ ছাড়া বক্তব্য রাখেন সরকারি আদমজীনগর এম ডাব্লিউ কলেজের অধ্যক্ষ মো. সোলায়মান খন্দকার, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ ড. বিমল চন্দ্র দাস এবং ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী। অনুষ্ঠানে পাঁচ শতাধিকের বেশি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
তাবিব