ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

মেরিটাইম ইউনিভার্সিটি

বিশ্ববিদ্যালয় দিবসে বর্ণিল আয়োজন

সাদিকুর রহমান সাদি

প্রকাশিত: ১৯:৪৭, ২৩ নভেম্বর ২০২৪

বিশ্ববিদ্যালয় দিবসে বর্ণিল আয়োজন

সুদীর্ঘ ১১টি বছর পার করে ১২তম বছরে পদার্পণ করল দক্ষিণ এশিয়ার তৃতীয় এবং দেশের একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ)। বিশ্ববিদ্যালয়টির এই সুদীর্ঘ পথ চলাকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন জমকালো ইভেন্টের মধ্য দিয়ে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪’ পালন করা হয়। বিশ্ববিদ্যালয়টির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এ বিশ্ববিদ্যালয়ের সম্মুখে একটি র‌্যালি, ফটোপ্রদর্শনী, রক্তদান কর্মসূচি এবং অডিটোরিয়ামে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে।
‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষে সকাল ০৯ টায় র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি মিরপুর-১২-তে অবস্থিত ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাস মেঘনা বিল্ডিং হতে শুরু হয়ে পদ্মা বিল্ডিং হয়ে সর্বশেষ মেঘনা বিল্ডিংয়ে এসে শেষ হয়। সকাল ৯টা থেকেই ইউনিভার্সিটির মেল কমনরুমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়, যা দুপুর ২টা পর্যন্ত চলমান থাকে। বিএসএমআরএমইউ স্টুডেন্টস্ প্লাটফর্ম এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে এ মহৎ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী এবং শিক্ষকেরা স্বেচ্ছায় রক্তদান করেন। একই সময়ে ইউনিভার্সিটির মেল কমন রুমে ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে স্থিরচিত্র ও ভিডিও প্রদর্শনী এবং কুইজিং ক্লাবের উদ্যোগে দেয়াল পত্রিকা প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টা থেকে ইউনিভার্সিটি অডিটোরিয়ামে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪’ উদযাপনের মূল অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরান থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরবর্তীতে দেশের একমাত্র মেরিটাইম ইউনিভার্সিটির ১১ বছর পূর্তি উপলক্ষে অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এ যাবত বিভিন্ন কর্মকাণ্ড/অর্জনের ওপর একটি ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়াও ইউনিভার্সিটির কালচারাল ক্লাব কর্তৃক গান, নাচ, কবিতা আবৃত্তি, নাটকসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী বলেন, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করছে তোমাদের ওপর। তাই তোমাদের কাছে প্রত্যাশা অনেক বেশি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এ অর্জনের পথে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের মহান আত্মত্যাগের ইতিহাস আমাদের সর্বদা স্মরণ করতে হবে। আমাদের এ মহান অর্জন যেন কিছুতেই বৃথা না যায় সে লক্ষ্যে সর্বদা আমাদের সকলকে কাজ করতে হবে।
এ সময় তিনি আরও বলেন, দেশকে উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে আমাদের পরিকল্পনামাফিক কাজ করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে মেরিটাইম শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতে এবং সমুদ্রে আমাদের নিজেদের অধিকার অক্ষুণ্ন রাখতে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করি। উল্লেখ্য, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ), ২৬ অক্টোবর ২০১৩ তারিখে সংসদের একটি আইনের মাধ্যমে বাংলাদেশের প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে। এটি দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয়।

×