ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় দুই দিন বাড়ল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৪৭, ২১ নভেম্বর ২০২৪

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় দুই দিন বাড়ল

কারিগরি সমস্যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় দুই দিন বাড়ানো হয়েছে। এছাড়া এসএমএস সমস্যারও সমাধান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি সমস্যার কারণে সেবা প্রদানে বিঘ্ন ঘটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে ভর্তির আবেদনের সময় ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিটিন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে সব অপারেটরের মাধ্যমে এসএমএস চালু রয়েছে।

২৫ নভেম্বর আবেদন শেষ হওয়ার কথা ছিল। গত ৪ নভেম্বর থেকে অনলাইনে শুরু হয়েছে আবেদন। এবার ৬ হাজার ১০ আসনে ভর্তি নেওয়া হবে। ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে। আবেদনের জন্য https://admission.eis.du.ac.bd লিংকে প্রবেশ করতে হবে।

এবার দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না। ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশ্ব ইজতেমার কারণে তা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট, ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন)  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমএম

×