কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের’ নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ রাখা হয়েছে। আজ, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নাম পরিবর্তনের তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ‘শেখ হাসিনা হলের’ নাম পরিবর্তন করে ‘সুনীতি-শান্তি হল’ রাখা হয়েছে। ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম। গত ৬ আগস্ট সাভারের এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের ছাত্র হল-১ এর নামকরণ করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল কাইয়ুমের নামে। হলটির নাম রাখা হয়েছে ‘শহিদ আব্দুল কাইয়ুম হল’।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৫ আগস্ট থেকেই দুটি আবাসিক হলের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। আবাসিক হলগুলো থেকে ইতিমধ্যে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামও মুছে ফেলেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এর আগে ১০ নভেম্বর বর্তমান সুনীতি-শান্তি হল থেকে শেখ হাসিনার ম্যুরালও সরানো হয়েছে।
শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সারা দেশে অসংখ্য শিক্ষার্থী জীবন দিয়েছেন। তাঁদের ত্যাগে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এমন একজন স্বৈরাচারের নামে একটা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল হতে পারে না। এ জন্য তাঁরা শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘সুনীতি-শান্তি হল’ নামকরণ করার জন্য আবেদন করেন। সুনীতি ও শান্তি এই দুজন ব্রিটিশবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে পরবর্তী সময়ে তাঁদের সম্মাননা জানাতে তেমন কিছু করা হয়নি।
রিয়াদ