ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রাহায়ণ ১৪৩১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্লকেড

প্রকাশিত: ১১:৫৮, ২০ নভেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্লকেড

ক্যাম্পাসের ভেতরের সড়কে শিক্ষার্থী নিহতের ঘটনায় ব্লকেড কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরের সড়কে শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় ক্লাস-পরীক্ষা বয়কট করে পূর্ব ঘোষিত ব্লকেড কর্মসূচি পালন করছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ভেতরের সড়কে শিক্ষার্থী নিহতের ঘটনায় এ কর্মসূচি পালন করা হচ্ছে।

বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাসহ আট দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেড কর্মসূচি পালন করছেন তারা। তাদের কর্মসূচি চলাকালে ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন ঢুকতে দেওয়া হবে না।

ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী লামিশা জানান, গতকাল যে ঘটনা ঘটেছে, সেটাকে আমরা কাঠামোগত হত্যাকাণ্ড বলে চিহ্নিত করছি। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা আট দফা দাবি জানিয়েছি। আজকের কর্মসূচি সকাল সাতটার দিকে শুরু করেছি। এর আগে বিভিন্ন হলে হলে মাইকিং করেছি আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতে।

বিশ্ববিদ্যালয়ে আসার মাত্র এক মাসের মাথায় আফসানা রাচির এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। এ দুর্ঘটনার পর আবারও ক্যাম্পাসে অটোরিকশা বন্ধের দাবি উঠেছে।

২০২২ সালে সাংবাদিকতা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী পূজা মজুমদার অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। ওই দুর্ঘটনার পরও অটোরিকশা বন্ধের দাবি তুলেছিলেন শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছার অভাবে আর তা বাস্তবায়ন হয়নি।

 

এসআর

×