সংগৃহীত ছবি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। রবিবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে, এ সিদ্ধান্তটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নয়, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার্থীদের জন্যও প্রযোজ্য।
ইউজিসির যুগ্ম-সচিব (প্রশাসন) মুহম্মদ নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ২৯ অক্টোবরের প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন বা টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত সব সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
এছাড়া, বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে যে, এই প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আহত শিক্ষার্থীদের আবেদন এবং চিকিৎসা সনদ যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আগের একটি প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আহত শিক্ষার্থীদের শিক্ষাজীবনের কোনো পর্যায়েই ফি দিতে হবে না। আহত শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে চিকিৎসা সনদসহ লিখিত আবেদন জমা দিতে পারবেন এবং শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ দ্রুত আবেদন যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এই পদক্ষেপের মাধ্যমে সরকার আহত শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি তাদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়ক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে।
নুসরাত