ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীর মধ্যে ৮ম স্থানে বাংলাদেশিরা !

প্রকাশিত: ১৬:৩০, ১৯ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীর মধ্যে ৮ম স্থানে বাংলাদেশিরা !

ছবি : সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৭,০৯৯ জনে, যা ২০১৩-১৪ শিক্ষাবর্ষের তুলনায় প্রায় ২৫০% বৃদ্ধি পেয়েছে। ঢাকা অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এই তথ্য জানিয়েছে সোমবার, ২০২৪ সালের 'ওপেন ডোর্স রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ' এর মাধ্যমে।

২০১৩-১৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪,৮০২ জন, যা এখন বেড়ে ১৭,০৯৯ জনে পৌঁছেছে। এই প্রতিবেদনটি প্রতিবছর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অফ এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এবং ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন প্রকাশ করে, যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি এবং প্রি-অ্যাকাডেমিক ইংলিশ প্রোগ্রামের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

এই বছর, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা নতুন রেকর্ড ১১,২৬,৬৯০ জনে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৭% বৃদ্ধি পেয়েছে। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা ৮% বেড়ে দাঁড়িয়েছে ৫,০২,২৯১ জনে, এবং স্নাতকোত্তর পর্যায়ের ব্যবহৃত কাজের অভিজ্ঞতার প্রোগ্রামে অংশগ্রহণ ২২% বৃদ্ধি পেয়েছে। কমিউনিটি কলেজগুলোর ভর্তি সংখ্যা গত ২৫ বছরে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে, যেখানে ১৩% বৃদ্ধি পেয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫৯,৩১৫ জনে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ কমার্স জানায়, ২০২৩ সালে আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ৫০ বিলিয়ন ডলারেরও বেশি অবদান রেখেছেন এবং ৩ লাখ ৬৮ হাজারেরও বেশি কর্মসংস্থান তৈরি করেছেন। 

এছাড়া, ২০২৪ সালের আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস একাধিক ভার্চুয়াল এবং সরাসরি সেশন আয়োজন করছে। এসব সেশনে বাংলাদেশের শিক্ষার্থী ও গবেষকদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া, বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম, তহবিল এবং স্কলারশিপের সুযোগ, এবং যুক্তরাষ্ট্র সরকারের স্পন্সরকৃত প্রাতিষ্ঠানিক ও পেশাগত বিনিময় প্রোগ্রাম সম্পর্কে তথ্য প্রদান করা হচ্ছে।

নুসরাত

×