ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

ট্রেনে পাথর নিক্ষেপ নিয়ে যা বললেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত: ১৪:৫৭, ১৯ নভেম্বর ২০২৪

ট্রেনে পাথর নিক্ষেপ নিয়ে যা বললেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। আন্দোলন চলাকালে ট্রেনে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে শিক্ষার্থীদের বিরুদ্ধে। তবে শিক্ষার্থীদের দাবি, ট্রেন চালক তাদের ওপর দিয়ে ট্রেন চালানোর চেষ্টা করলে উত্তেজিত হয়ে কিছু শিক্ষার্থী এই ঘটনা ঘটিয়েছেন।

রোববার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী মহাখালীতে ঢাকা-ময়মনসিং সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনের মূল দাবি ছিল কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) তিতুমীর ঐক্যের কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তাদের তিন দফা দাবি নিয়ে ১৪ নভেম্বর সংবাদ সম্মেলন এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলন জানিয়ে দেওয়া হয়েছিল প্রশাসন, গোয়েন্দা বিভাগ, এবং রেল কর্তৃপক্ষকেও। 

আমিনুল ইসলাম বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষকে আগে থেকেই অবহিত করা হয়েছিল যে, ওই পথে ৪টা পর্যন্ত কোনো রেল চলাচল করবে না। কিন্তু উপকূল এক্সপ্রেস ট্রেনটি আসার সময় প্রায় ৪-৫ কিলোমিটার দূর থেকেই শিক্ষার্থীরা লাল কাপড় দিয়ে ট্রেন থামানোর সংকেত দিয়েছিলেন, কিন্তু চালক ট্রেন থামানোর বদলে গতি বাড়িয়ে দেন। 

তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে প্রায় ২-৩ হাজার শিক্ষার্থী রেললাইনে অবস্থান করছিলেন। ট্রেনের চালকের এমন অবিবেচক আচরণের কারণে অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবাদস্বরূপ ট্রেনের দিকে কিছু পাথর ছুঁড়ে মারে, যার ফলে ট্রেনের ভেতরে থাকা শিশুদের সহ কয়েকজন যাত্রী আহত হন। 

প্রেস বিজ্ঞপ্তিতে আমিনুল ইসলাম দাবী করেন, ট্রেনের পাথর ছোঁড়ার ঘটনাটি মূলত রেল কর্তৃপক্ষের অমনোযোগী সিদ্ধান্তের ফলস্বরূপ ঘটেছে এবং এ ঘটনার দায়ভার কর্তৃপক্ষের। তবে, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

এই ঘটনা নিয়ে সারা দেশে আলোচনা সৃষ্টি হলেও শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

নুসরাত

×