ছবি: সংগৃহীত
‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম, আমার ব্যক্তিগত ন্যাচারের সাথে জাহাঙ্গীরনগর বেশি মানানসই। কিন্তু বিভিন্ন কারণে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি।’
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘নবীন চোখে গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এমনই ব্যক্তিগত ইচ্ছার ব্যাপারে জানান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ব্যক্ত করে বিভিন্ন সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেন এবং জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষে বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শিহাব