ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২২:০১, ১৮ নভেম্বর ২০২৪; আপডেট: ২২:০৭, ১৮ নভেম্বর ২০২৪

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনে নামা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার সন্ধ্যায় সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।

সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়টি সামনে এনে ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, কমিশনের বেশিরভাগ সদস্য বিভিন্ন গণমাধ্যমের ওপরের সারির কর্তাব্যক্তি। সাংবাদিকতায় অনেকের অভিজ্ঞতাও কম। তাদের মাধ্যমে মাঠের কর্মীদের বৈষম্য কমানোর কোনো কাজ হবে কিনা তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেন তিনি।

জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমরা মনে করি ‘ব্রডবেইজড’ একটি প্যানেলকেই নেওয়া হয়েছে। যাদের নেওয়া হয়েছে তাদের সলিড ব্যাকগ্রাউন্ড আছে, এতটুকু বলতে পারি। সবাই মিলে আমরা যে কাঠামোগত পরিবর্তন চাইছি, গণমাধ্যমের সংস্কার চাইছি, সে বিষয়ে ভালো একটি প্রতিবেদন কমিশনের সদস্যরা দিতে পারবেন বলে আশা করছি।

তিনি আরও বলেন, যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা দীর্ঘ সময় ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত। মাঠপর্যায়ে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে তাদের। এ ছাড়া জেলা পর্যায় থেকেও প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে। আশাকরি কমিশনের পক্ষ থেকে ভালো প্রস্তাবনাসহ প্রতিবেদন আসবে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত তিন দফায় মোট ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদফতর (পিআইডি)। এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাংবাদিকদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, পিআইডি অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হওয়ায় যেসব সাংবাদিক মনে করছেন তাদের প্রতি অবিচার হয়েছে, তারা আবেদন করতে পারেন। যাচাই-বাছাই করে তা দেখা হবে।

শহিদ

×