ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

তিতুমীর কলেজের শিক্ষার্থীরাদের ফের সড়ক অবরোধ

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২১:৪০, ১৮ নভেম্বর ২০২৪; আপডেট: ২১:৪৯, ১৮ নভেম্বর ২০২৪

তিতুমীর কলেজের শিক্ষার্থীরাদের ফের সড়ক অবরোধ

সরকারি তিতুমীর কলেজের সামনে অবরোধ

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ফের অবরোধ শুরু করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অবরোধ শুরু করেন তারা।  এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দাবি পূরণে আশ্বাস না পাওয়ায় সন্ধ্যা ৬টার দিকে কলেজের ১৪ জন শিক্ষার্থী সচিবালয়ের করিডোরে বসে অনশন শুরু করেন। খবর ছড়িয়ে পড়লে একই সময়ে কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভে ব্যস্ত সড়ক মহাখালী আমতলী মোড় থেকে গুলশান-১ অভিমুখী রাস্তার দুই পাশেই সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের সড়কে আটকে থাকা যাত্রীরা আবারও ভোগান্তিতে পড়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসায় তারা আশ্বস্ত হয়ে বিকেলে রেলগেট থেকে অবরোধ তুলে নেন। এরপরই সরকার বিষয়টি আবার টালবাহানা শুরু করে। এ কারণে তাদের প্রতিনিধিদলের সদস্যরা সচিবালয় না ছেড়ে সেখানেই অবস্থান করছেন। তারা অনশনে বসেছেন। আর দাবি আদায়ে ফের কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

শহিদ

×