ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

ঢাবিতে কর্মচারীদের মাঝে শিবিরের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৫:১৫, ১৮ নভেম্বর ২০২৪

ঢাবিতে কর্মচারীদের মাঝে শিবিরের শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল হল, ফ্যাকাল্টি, ইনস্টিটিউট, টিএসসি ও কার্জনে ক্যাম্পাসের নৈশপ্রহরীসহ কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

রবিবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে শুরু করে ভোর ৪টা পর্যন্ত এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি সাদিক কায়েম বলেন,‘ক্যাম্পাসে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ যত অংশীজন আছেন তাদের যেকোনো সমস্যায় আমরা পাশে থাকবো। এটা শিবিরের নিয়মিত কাজ। নৈশপ্রহরী হিসেবে যারা ঠান্ডার মধ্যে রাত জেগে দায়িত্ব পালন করেন, শীতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য আমাদের এই শীতবস্ত্র উপহার কর্মসূচী। আমরা তাদের হাতে এই উপহার পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের সন্তানদের পড়াশোনায় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছি।’

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন- ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নুর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক ইকবাল হায়দারসহ আরো অনেকে।

×