ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

রক্তাক্ত শতদিন: শহীদদের ও আহতদের স্মরণে ছাত্র আন্দোলনের কর্মসূচি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার 

প্রকাশিত: ২১:৫৯, ১৩ নভেম্বর ২০২৪

রক্তাক্ত শতদিন: শহীদদের ও আহতদের স্মরণে ছাত্র আন্দোলনের কর্মসূচি

বিপ্লবের ১০০ তম দিন উপলক্ষ্যে শহীদ ও আহতদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর কর্মসূচি 

আগামী ১৫ নভেম্বর ছাত্র জনতার অভ্যুত্থানের ১০০ তম দিন উপলক্ষ্যে নতুন কর্মসূচি গ্রহণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 

বুধবার বিকেল সাড়ে ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে আয়োজিত এক সভায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক আব্দুল কাদের। 

আব্দুল কাদের বলেন, আগামী ১৫ তারিখ ১০০ তম দিন পূর্ণ হবে। ১৫ তারিখে ১০০ তম দিন উপলক্ষ্যে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর যে সেন্ট্রাল বডি আছে সেটি ঢাকায় আহত যারা আছে তাদের হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিবে, শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকার মতবিনিময় পরামর্শ করবে। একই সাথে জেলা পর্যায়ে যারা আছে জেলা প্রতিনিধি তারা যারা শহীদ পরিবার আছে তাদের সাথে সাক্ষাৎ করবে। এটা হচ্ছে ১০০ দিন উপলক্ষে আমাদের কর্মসূচি।

সভায় আলোচনার বিষয় নিয়ে তিনি বলেন, আজকের আলোচনায় তিনটি বিষয় নিয়ে কথা হয়েছে। প্রথমত, একটি নির্বাহি কমিটি গঠন করা হবে। অর্গানোগ্রাম চারজনের বাহিরে একটি নির্বাহী কমিটি থাকবে। নির্বাহী কমিটি এই সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। এতে ২০ থেকে ২২ জন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সাত কলেজের প্রতিনিধিসহ জেলা পর্যায় থেকে দু একজন করে প্রতিনিধি নিয়ে নির্বাহী কমিটি গঠিত হবে। সেটি এই সপ্তাহের মধ্যে গঠিত হবে। 

আরেকটি বিষয় হচ্ছে এখানে অর্গানাইজিং টিম থাকবে। অঅর্থ্যাৎ সেল ভিত্তিক ভাগ করে কাজ করা হবে। কে কোন সেলে থাকবে, সাংগঠনিক কী দায়িত্ব পালন করবে সব এখানে থাকবে। সেলটা এই মাসের মধ্যে গঠন করা হবে। আরেকটা বিষয় হচ্ছে কমিটি বর্ধিতকরণ। যে অর্গানোগ্রাম করা হয়েছে সেটা বর্ধিত করা হবে এ মাসের মধ্যে।

রাজু

×