ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

উপদেষ্টা পরিষদে ‘ফ্যাসিবাদের দোসর’, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ১৭:৫৯, ১২ নভেম্বর ২০২৪

উপদেষ্টা পরিষদে ‘ফ্যাসিবাদের দোসর’, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসরদের স্থান দিয়ে শহীদদের রক্তের  অবমাননার প্রতিবাদে মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম। সেখানে চট্টগ্রামের সমন্বয়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করা ছাত্ররা বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, ছাত্র-জনতার অংশীদারত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগ এবং এতে ফ্যাসিবাদী দোসরদের স্থান দিয়ে শহীদের রক্তের অবমাননা হয়েছে। মানববন্ধনে বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পদ থেকে অনতিবিলম্বে অপসারণের দাবি জানানো হয়। তিন মাস চলে গেলে; এখনও হাসিনার বিচার চাইতে হয়, ধানমন্ডি ৩২কে আদর্শ মনে করা লোকেরা উপদেষ্টা হচ্ছে।  আমরা খুনি হাসিনাকে উৎখাত করেছি তার দোসর ও সহযোগীদের রক্ষা করার জন্য না। আমাদের প্রতিবাদের মুখে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে। যাদের সঙ্গে ফ্যাসিবাদের ন্যূনতম সম্পর্ক রয়েছে তাদের সরকারে দেখতে চাই না, এদের সরাতে হবে। 


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আরও বলেন, আওয়ামী ঘরনার লোকদের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এর অর্থ হল আহত ও শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা। রবিবার যে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তা ছাত্র-জনতাকে জানানো হয়নি। এদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 


কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়েই উপদেষ্টা হয়ে যাচ্ছেন। মোস্তফা সরয়ার ফারুকীকে কীভাবে নিয়োগ দেওয়া হল সেটি স্পষ্ট করতে হবে, সে ফ্যাসিবাদের দোসর।  আওয়ামী লীগের লোকেরা যদি উপদেষ্টা হয় তাহলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে।

নুসরাত

×