ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

কয়লা কিভাবে শক্তিতে রূপান্তির হয় শিক্ষা সফরে জানলো স্কুলের ছাত্রছাত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা 

প্রকাশিত: ২২:৪৫, ১০ নভেম্বর ২০২৪

কয়লা কিভাবে শক্তিতে রূপান্তির হয় শিক্ষা সফরে জানলো স্কুলের ছাত্রছাত্রী

শিক্ষা সফরে ছাত্র-ছাত্রীরা

কয়লাকে শক্তিতে রূপান্তর করে কিভাবে বিদ্যুৎ উৎপাদিত হয় তা সরেজমিনে পরিদর্শন করে অস্ট্রিলিয়ার মেলবোর্নে অবস্থিত বাংলা ভাষা ও সাংস্কৃতিক স্কুলের ছাত্রছাত্রীরা। গত শনিবার, অস্ট্রিলিয়ার মেলবোর্নে অবস্থিত বাংলা ভাষা ও সাংস্কৃতিক স্কুলের ছাত্রছাত্রীরা অস্ট্রেলিয়ার স্টেট কোল মাইনে দিনব্যাপী একটি শিক্ষা সফরে যোগ দিয়েছে। এই সফরে শুধুমাত্র ছাত্রছাত্রীরা নয়, শিক্ষক, অভিভাবক এবং স্কুল কমিটির সদস্যরাও অংশগ্রহণ করেছেন।

স্কুলের সভাপতি মো: মিজানুর রহমান জানিয়েছেন, এই সফরের মূল উদ্দেশ্য হল স্কুলের পাঠ্যক্রমকে বাস্তব জীবনের সাথে সংযুক্ত করা। তিনি বলেন, এই টার্মে তাদের পাঠ্যক্রমের মূল বিষয় ছিল ‘বিকল্প শক্তির উৎস’। ছাত্রছাত্রীরা ক্লাসে বিভিন্ন শক্তির উৎস এবং তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত জেনেছে। এই সফরের মাধ্যমে তারা তাদের জ্ঞানকে বাস্তব জীবনের সাথে যুক্ত করার সুযোগ পেয়েছে।

স্টেট কোল মাইনে সফরের সময় ছাত্রছাত্রীরা কয়লার উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনেছে। তারা দেখেছে কীভাবে কয়লাকে শক্তিতে রূপান্তর করা হয় এবং কীভাবে এটি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। এছাড়া, সফরের সময় ছাত্রছাত্রীদের সৌর শক্তি এবং বায়ু শক্তির উপরও জোর দেওয়া হয়েছে। তারা দেখেছে কীভাবে সূর্যের আলোকে শক্তিতে রূপান্তর করে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং কীভাবে বাতাসের শক্তিকে ব্যবহার করে টারবাইন চালানো হয়।

এ সময় ছাত্র-ছাত্রীরা ইন্সট্রাক্টরের কাছ থেকে এ কয়লা খনির ইতিহাস ও কার্যক্রম জানার পাশাপাশি, প্রকৃত কয়লা চেনার উপায়, এগুলো শক্তিকে পরিণত করার প্রক্রিয়া উপর বিভিন্ন প্রশ্ন করেন এবং এ কয়লা খনি সম্পর্কে অনেক কিছু জেনে উৎসাহী ও আনন্দবোধ করে। বিদ্যালয়ের শিক্ষা ও সাংস্কৃতিক সাধারণ সম্পাদক অনিন্দিতা দত্ত বলেন, ছাত্র-ছাত্রীরা এর আগে কোল মাইন দেখেনি। তারা অনেক কিছু শিখেছে-কয়লা শক্তি,  সৌরশক্তি এবং বায়ু শক্তি সম্পর্কে আরো জানতে আগ্রহী হয়ে উঠেছে। 
 
অভিভাবকবৃন্দ বলেন, বাংলা ভাষা ও সাংস্কৃতিক স্কুলের এ শিক্ষা সফর ছাত্র-ছাত্রীদের জন্য এ সফর একটি অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে বলে উল্লেখ করেন। অভিভাবকরা মনে করেন, এই ধরনের শিক্ষা সফর ছাত্রছাত্রীদের শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তোলে এবং তাদের বাস্তব জীবনের সমস্যা সমাধান করার দক্ষতা বৃদ্ধি করে। তারা এ ধরনের বাস্তবমুখী দক্ষতা অর্জনের কার্যক্রম অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।

শহিদ

×