ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

প্রথম বাংলাদেশি হিসেবে আইএফএমএসএ এর আঞ্চলিক পরিচালক নির্বাচিত শরীফ মোহাম্মদ সাদাত

প্রকাশিত: ২২:৩৫, ১০ নভেম্বর ২০২৪; আপডেট: ২২:৫০, ১০ নভেম্বর ২০২৪

প্রথম বাংলাদেশি হিসেবে আইএফএমএসএ এর আঞ্চলিক পরিচালক নির্বাচিত শরীফ মোহাম্মদ সাদাত

প্রথম বাংলাদেশি হিসেবে শরীফ মোহাম্মদ সাদাত ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (IFMSA) এশিয়া-প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়েছেন। তিনি ফিনল্যান্ডের ট্যাম্পেরেতে ৪ আগস্ট ২০২৪ সালে এই কৃতিত্ব অর্জন করেন। সাদাতই প্রথম বাংলাদেশি যিনি এই পদে অধিষ্ঠিত হয়েছেন। 

 

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (IFMSA) হল একটি বেসরকারী সংস্থা যা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করে। এটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ১২৩টি দেশের ১৩৩ টি সদস্য রয়েছে সংস্থাটিতে।

তাবিব

×