আনন্দ উৎসবে মুখরিত হলো ঢাকা কলেজ ক্যাম্পাস
শর্টপিচ ক্রিকেটের মাধ্যমে বর্তমান ও সাবেক লেখকদের আনন্দ উৎসবে মুখরিত হলো ঢাকা কলেজ ক্যাম্পাস। গত ৩১ জুলাই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির মধ্যে ৩ ম্যাচের একটি শর্টপিচ ক্রিকেট সিরিজ আয়োজন করা হয়। উক্ত খেলাকে কেন্দ্র করে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই লেখকদের পদচারণায় আন্দোলিত হতে থাকে ঢাকা কলেজ প্রাঙ্গণ। নয়টা বাজার সঙ্গে সঙ্গে লেখকগণ পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে নেমে পড়েন খেলার মাঠে। কিছু মুহূর্তের জন্য লেখকরা হয়ে ওঠেন খেলোয়াড়। দুই দলের মধ্যেই চলতে থাকে কঠোর স্নায়ুযুদ্ধ। অবশেষে ৩ ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে সাবেকদের ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় বর্তমান কমিটি।
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’Ñ এই স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। পরবর্তীতে তা দেশসেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। বর্তমানে দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে এর শাখা রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৩১ অক্টোবর ঢাকা কলেজ শাখার কিছু মেধাবী তরুণদের হাত ধরে জন্ম হয়েছিল বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার।
গত ৩১ অক্টোবর ঢাকা কলেজ শাখার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটাকে স্মরণীয় করে রাখতে এবং সাবেক ও বর্তমান সদস্যদের মধ্যে মিলনমেলা সৃষ্টি করার লক্ষ্যে ৩ ম্যাচের একটি ক্রিকেট সিরিজ আয়োজন করা হয়। উক্ত সিরিজকে কেন্দ্র করে সাবেক এবং বর্তমান লেখকবৃন্দ একত্রিত হয় এবং আনন্দ আয়োজনে পূর্ণতা পায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখা। ঢাকা কলেজ শাখার উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয়। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ মামুন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দ।
পরবর্তীতে বিজয়োল্লাসে মেতে ওঠে চ্যাম্পিয়ন দল। এভাবেই হাসি, খেলা, আনন্দে উদযাপিত হয় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি।