প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহযোগিতায় ‘আয়না ও অবশিষ্ট: গণঅভ্যুত্থানের পরে সাংবাদিকতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের নাট্যমণ্ডপে সেমিনারটি আয়োজিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। সভাপ্রধান ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. রেজাউল করিম বলেন, সংবাদপত্র আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সংবাদপত্রের মাধ্যমে আমরা সমাজের ভাল-মন্দ নানা ঘটনা, লোকচক্ষুর আড়ালে থাকা অনেক অনুসন্ধানী খবর জানতে পারি। সৎ ও সাহসী সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের অন্যায়-অনিয়ম তুলে ধরে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান তার একটি দৃষ্টান্তমূলক উদাহরণ।
সেমিনারে ‘আয়না ও অবশিষ্ট: গণঅভ্যুত্থানের পরে সাংবাদিকতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. সুমন রহমান।
আরও আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এমসিজে ডিসিপ্লিন প্রধান সারা মনামী হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মিম। সেমিনারে খুলনার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
রাজু