রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)তে গ্রেফতারকৃত ২জন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মদ খেয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে ২ বহিরাগতকে আটক করে সরাসরি থানায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পিকনিকে এ ঘটনা ঘটে। বহিরাগত দুজন হলেন স্থানীয় পার্কের মোরের সেলুনের দোকানি শিমুল (২৫) এবং মর্ডান মোড়র আবির (২০)।
জানা গেছে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পিকনিক করার সময় বহিরাগত ২ জন মদ খেয়ে ওই বিভাগের এক শিক্ষার্থীর কাছে ফুল চায়। সঙ্গে সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীর বন্ধুরা ওই দুজনকে ধরে বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন। সেখান থেকে তাদের সরাসরি তাজহাট থানায় চালান দেয়া হয়।
এ বিষয়ে প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, ইভটিজিং করার দায়ে দুজনকে আটক করে থানায় পাঠানো হয়েছে। সংরক্ষিত এলাকায় মাদক সেবনের জন্য তাদের নামে অবশ্যই মামলা করা হবে। তবে মামলার ধরনের কঠোরতা তদন্ত সাপেক্ষে নির্ধারণ হবে।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহালম সরদার বলেন, আমরা খবর পেয়ে গাড়ি পাঠিয়েছি। তাদের থানায় নিয়ে আসা হচ্ছে। আসামিদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
শহিদ