ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

মেডিকেল কলেজে ভর্তি ফি নির্ধারণ, জেনে নিন কত

প্রকাশিত: ২১:২২, ৭ নভেম্বর ২০২৪

মেডিকেল কলেজে ভর্তি ফি নির্ধারণ, জেনে নিন কত

মেডিকেল কলেজে ভর্তি ফি নির্ধারণ

এ বছরের বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার।  এর মধ্যে এমবিবিএস ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা, বিডিএস ভর্তি ফি ১১ লাখ টাকা, ইন্টার্নশিপ ফি ১ লাখ ৮০ হাজার টাকা ও টিউশন ফি প্রতিমাসে ১০ হাজার টাকা।

এর মধ্যে ভর্তি ফি ও ইন্টার্নশিপ ফি তিন ধাপে জমা দিতে হবে শিক্ষার্থীদের। প্রথম ধাপে অর্থাৎ ভর্তির সময় দিতে হবে ৬০ শতাংশ, দ্বিতীয় ধাপে বা ১ম প্রফেশনাল পরীক্ষার সময় ২০ শতাংশ ও বাকি ২০ শতাংশ ফি ৩য় ধাপে বা ৩য় প্রফেশনাল পরীক্ষার সময় জমা দিতে হবে।

গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিউশন ফি মাসিক ভিত্তিতে আদায় করতে হবে, কখনও একত্রে আদায় করা যাবে না। সরকারি নির্ধারিত ফি ব্যতিত অতিরিক্ত অন্য কোনো ফি আদায় করা যাবে না বলেও সতর্ক করা হয়।

গতবছরও একই পরিমাণ ফি ছিল। আগামী বছরের ১৭ জানুয়ারি এমবিবিএস ও ২৮ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তাসমিম

×