ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

জুলাই বিপ্লবে বিজয়ের আনন্দে জবিতে গরুভোজ

জবি সংবাদদাতা

প্রকাশিত: ১৮:৫৪, ৭ নভেম্বর ২০২৪

জুলাই বিপ্লবে বিজয়ের আনন্দে জবিতে গরুভোজ

ছাত্রলীগকে নিষিদ্ধ ও আওয়ামী ফ্যাসীবাদ এবং তাদের দোসরদের দেশ থেকে বিতাড়িত করে জুলাই ২০২৪ বিপ্লব সফল হওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া স্বরুপ ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে এক গুরুভোজের আয়োজন করা হবে।

আগামী ৯ নভেম্বর শনিবার এ গরুভোজের আয়োজন করা হবে বলে জানান বিভাগের শিক্ষার্থীরা। সেই উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) গরুটিকে নিয়ে পুরো ক্যম্পাসে মিছিল করে বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা, ফ্যাসিবাদ ও তাদের দোসরদের পতনের খুশিতে আল্লাহ নিকট শুকরিয়া আদায় স্বরুপ এ আয়োজন করা হয়েছে। একই সাথে এ আয়োজনের মাধ্যমে বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এক পারস্পরিক ভালোবাসা শ্রদ্ধাবোধের সৃষ্টি হবে।

এ বিষয়ে বিভাগের সহকারী অধ্যাপক ড. তারেক বিন আতিক বলেন, দীর্ঘ ১৫ বছর যাবৎ আমাদের উপর জেকে বসা ফ্যাসিবাদ ও তাদের দোসরদের নির্যাতন থেকে মুক্তি পাওয়ার মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় স্বরুপ এ আয়োজন করা হয়েছে। বিভাগের শিক্ষকেরা মিলেই আমরা এ আয়োজন করেছি।

বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহান প্রামানিক বলেন, বিভাগে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দুই দোসর মিরাজ ও সাজবুল জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্যাতন চালায়। তাদের নামেই গরুটির নামকরণ করা হয়েছে৷ আজ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগ সন্ত্রাসীমুক্ত একটি বিভাগ। এ উপলক্ষে আমরা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা মিলে একটি মেজবানির আয়োজন করেছি।

বিভাগের আরেক শিক্ষার্থী জুয়াইরিয়া বলেন, দীর্ঘদিন পর বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থীরা মিলে এমন একটি মিলনমেলার আয়োজন করতে পেরে ভালোই লাগছে। এ আয়োজনের মাধ্যমে আমরা আগামী দিনেও সকলে ঐক্যবদ্ধ ভাবে সকল প্রকার অন্যায়কে প্রতিহত করতে প্রেরণা লাভ করবো ইনশাআল্লাহ।

রাজু

×