ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

তিন দফা দাবিতে আজ জবিতে ছাত্র-শিক্ষক সমাবেশ

প্রকাশিত: ০৯:১৪, ৭ নভেম্বর ২০২৪

তিন দফা দাবিতে আজ জবিতে ছাত্র-শিক্ষক সমাবেশ

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিসহ ৩ দফা দাবিতে আজ বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

মুখপাত্র তৌসিব মাহমুদ বলেন, ‘সেকেন্ড ক্যাম্পাস সম্পর্কিত আমাদের যে দাবি সেটা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরও দাবি। এজন্য আমরা চেয়েছি শিক্ষার্থীদের পাশে শিক্ষকরাও দাঁড়ান এই দাবিতে।   

এ বিষয়ে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন আহমদ বলেন, ‘শিক্ষক-ছাত্র-প্রশাসন তো আলাদা না আমাদেরই প্রশাসন। সবাই মিলে একে অপরকে সাহায্য করতে হবে। 

টুম্পা

×