মোস্তফা সরয়ার ফারুকী।
দুইবার ঢাবিতে পরীক্ষা দিয়েও ভর্তি হতে পারেননি ফারুকি। তবে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তাকে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষক হিসেবে ক্লাস নেয়ার জন্য আমন্ত্রণ করা হয় বলে তিনি এক ইন্টারভিউ তে জানান।
তিনি বলেন, জীবন হলো কৌতুকময়। ফেইল করলে আশা ছেড়ে না দিয়ে বরং চেষ্টা করা উচিত। কারন জীবন আমাদের নিয়ে নানা কৌতুকময় প্লান করে রেখেছে।
উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা। তিনি বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। এছাড়া "ব্যাচেলর" চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি লেখক আনিসুল হকের সাথে বেশ কয়েকটি নাটকের কাজ করেছেন। অধিকাংশ ক্ষেত্রেই নাটক রচনা করেছেন আনিসুল হক এবং পরিচালনা করেছেন ফারুকী।
ইসরাত