ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। তাই নবীন শিক্ষার্থীদের র্যাগিং থেকে প্রতিহত করতে ‘অ্যান্টি র্যাগিং উইং’ গঠন করা হয়েছে। শনিবার ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এই উইং করা হয়। এ ধরণের ৫ সদস্য সম্বলিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্যানেল।
বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের র্যাগিং, বুলিংসহ যে কোন ধরণের মানসিক ও শারীরিক নির্যাতনকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা মনে করি র্যাগিং এক ধরণের বৈষম্য ও নিপীড়নমূলক আচরণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন র্যাগিংমুক্ত ক্যাম্পাস বিনির্মাণে বদ্ধপরিকর। তাই প্রশাসনকে সহযোগিতা করতে ও র্যাগিং নির্মূলে ক্যাম্পাসে সার্বক্ষণিক কাজ করবে আমাদের এন্টি র্যাগিং উইং।
র্যাগিং সংক্রান্ত যে কোন তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য অনুরোধ রইল।
তথ্য প্রদান ও যোগাযোগ:
১) ইয়াশিরুল কবির সৌরভ
(০১৬১৪১০০২৭৪)
২) তানভীর মাহমুদ মন্ডল
(০১৯৪৩৮৭৫৭৭৯)
৩) গোলাম রব্বানী
(০১৭৫১৪৩৫৮১৮)
৪) সাদিয়া মাহমুদ মীম
( ০১৫২২১০০০১৪)
৫) সাজ্জাতুল্লাহ শেখ
(০১৮৪০৫৩২৬৭৭)
প্রসঙ্গত, শনিবার বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে র্যাগিংয়ে জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাসও দিয়েছে প্রশাসন।
রাজু