ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

চবির ছাত্রী হলে গোপনে ভিডিও, যুবক আটক

চবি সংবাদদাতা

প্রকাশিত: ১৯:৩৪, ২ নভেম্বর ২০২৪

চবির ছাত্রী হলে গোপনে ভিডিও, যুবক আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলে ঢুকে গোপনে ভিডিও ধারণ করায় বহিরাগত এক যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

শনিবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে শেখ হাসিনা হলের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, শেখ হাসিনা হলের প্রহরী মোটরের সুইচ অন করতে গেলে সেই ফাঁকে হলের মধ্যে প্রবেশ করেন অভিযুক্ত আব্দুর রহিম। বারান্দায় হাঁটতে দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা বুঝতে পারেন যে বুক পকেটে মোবাইল রেখে ভিডিও ধারণ করছিলেন তিনি। পরে প্রক্টোরিয়াল বডিকে খবর দেয়া হয়। তার কাছ থেকে বিভিন্ন কোম্পানীর নয়টি সিম কার্ড উদ্ধার করে প্রক্টোরিয়াল বডি। 

সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, ‘নারী শিক্ষার্থীদের হলে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে হলে গিয়ে তাকে আটক করি। তবে তার বাবা মায়ের সঙ্গে কথা বলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 

এম হাসান

×