বেপরোয়াগতির বাসের চাঁপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার পর শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কের অবরোধ প্রত্যাহার করায় সকল ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
শনিবার সকালে মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জামিল হোসেন (২৭) নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাস চালক। তিনি পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামের হায়দার আলী হাওলাদারের ছেলে। পুলিশ কমিশনার আরও জানান, পটুয়াখালীর খাসেরহাট গ্রাম থেকে বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনের মাধ্যমে যথাযথ শাস্তির আওতায় আনা হবে।
বরিশাল বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছে, বাস চালককে গ্রেপ্তারের পর শুক্রবার রাতে বরিশাল-কুয়াকাটা- বরগুনা-ভোলা মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ করে রাখা শিক্ষার্থীরা চলে গেছে। ফলে রাত থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত নয়টার দিকে ববির সামনে নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাস চাঁপায় শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম নিহত হন। সে ববির ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন।