ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বিসিএস পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

প্রকাশিত: ২০:৪৬, ৩১ অক্টোবর ২০২৪

বিসিএস পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

নতুন কমিটি

আগারগাঁও পরিসংখ্যান ভবনে বিসিএস পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশনের ২০২৪-২৬ সেশনের জন্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। 

পরিকল্পনা মন্ত্রণালয়াধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের  সচিব মো. মাহবুব হোসেন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের উপস্থিতিতে নবনির্বাচিত কমিটি শপথ বাক্য পাঠ করেন। শপথ পাঠ করান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক আলাউদ্দিন আল আজাদ। 

এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্যগণ পরিকল্পিত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন ও কার্যকর পরিকল্পনা প্রণয়নের পথ সুগম করাসহ প্রত্যাশিত রাষ্ট্র বিনির্মাণে পরিসংখ্যান সেক্টরের কাঙ্ক্ষিত অবদান নিশ্চিত করতে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক মো. এমদাদুল হক। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন যুগ্মপরিচালক মো. আরিফুল ইসলাম।

ভোটারদের সরাসরি ভোট ও অনলাইনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সর্বমোট ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আক্তার হোসেন, সাইদুর রহমান, স্বজন হায়দার, জাহাঙ্গীর আলম, নয়ন কান্তি রায়, মাহাবুব আলম, স্বপন কুমার, ইসরাত জাহান নাছরিন, মোহাম্মদ কামাল হোসেন, শেখ তানভীর আহমেদ, ইশরাক মুহম্মদ অন্তিক, ছরওয়ার কামাল টারজান, রেজাউল করিম, আব্দুল আলীম, নাজমুল হক, মাহনুমা রহমান, সুরঞ্জিত কুমার ঘোষ, শেখ আনিচুর রহমান ও প্রণব পাল।

রিয়াদ

×