কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাকসু কার্যকর ও অন্তর্বর্তীকালীন সময়ে সকল ধরনের দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনৈতিক সংগঠনের কার্যক্রম স্থগিতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘ছাত্র রাজনীতির কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘জাকসু চাই, জাকসু চাই’, ‘ডান বামের রাজনীতি, চাইনা কারো উপস্থিতি’, ‘দলীয় ছাত্র রাজনীতির আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এসময় তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারের সময়ে আমরা ক্যাম্পাসে কোনো লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি চাই না। গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের রাজনীতি চর্চার জন্য অতি দ্রুত আমরা জাকসু চাই। প্রশাসনের যেকোনো ধরনের গড়িমসি সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। কতদিনের মধ্যে জাকসু কার্যকর হবে এরকম একটা সিদ্ধান্ত আমাদের আজকে জানাতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এরকম কোনো সিদ্ধান্ত পাব না ততক্ষণ আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়াউদ্দীন আয়ান বলেন, ‘জাকসু কার্যকরের দাবিতে আমরা এখানে অবস্থান নিয়েছি। ২৪ এর নয় দফা দাবি রেখে আমরা যে আন্দোলন করেছি তার এক দফা হচ্ছে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি। সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি জাবিতে কোনো লেজুড়বৃত্তিক রাজনীতি থাকবে না। তাই আমরা প্রশাসনকে জানাতে চাই আমরা কোনো গড়িমসি মেনে নেব না।’
ইতিহাস বিভাগের ছাত্রসংসদের ভিপি শাকিল বলেন, ‘উপাচার্য আমাদের বলেছিলেন তোমরা যা চাইবে তাই হবে। তাই আমরা প্রায় সাড়ে পাচঁহাজার শিক্ষার্থীর গণস্বাক্ষর নিয়েছিলাম। কিন্তু এখন আমরা দেখতেছি ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির আখড়া তৈরি হচ্ছে। যতদ্রুত সম্ভব ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করুন এবং জাকসু নির্বাচন দিন।’