ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

ঢা‌বির ভ‌র্তি বিজ্ঞ‌প্তি প্রকাশ, পরীক্ষা শুরু ২৫ জানুয়ারি

বিশ্ব‌বিদ‌্যালয় রি‌পোর্টার

প্রকাশিত: ১৫:১৪, ৩০ অক্টোবর ২০২৪

ঢা‌বির ভ‌র্তি বিজ্ঞ‌প্তি প্রকাশ, পরীক্ষা শুরু ২৫ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। 

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ ক‌রে‌ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। 
বুধবার বিশ্ববিদ্যালয়ের অ‌ফি‌শিয়াল ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ৪ নভেম্বর থেকে এ ভর্তির অনলাইনে আবেদন শুরু হবে। যা চল‌বে আগামী ২৫ নভেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। প‌রে আগামী ২৫ জানুয়ারি থে‌কে ভর্তি পরীক্ষা শুরু হবে।  ভ‌র্তির আ‌বেদন ফি নির্ধারণ করা হ‌য়ে‌ছে ১ হাজার ৫০ টাকা এবং আইবিএ ইউনিটের আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। চারটি রাষ্ট্রায়ত্ব বানিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যে কোন শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিবে।

যেসকল শিক্ষার্থী ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সনের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হ‌য়ে‌ছেন শুধুমাত্র তারাই এ ভ‌র্তির জন‌্য আ‌বেদন কর‌তে পার‌বেন। মোট পাচ‌টি ইউ‌নি‌টে এ ভ‌র্তি পরীক্ষা অনুষ্ঠিত হ‌বে। আগামী 

আগামী ২৫ জানুয়া‌রি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভ‌র্তি পরীক্ষা হ‌বে, ১ ফেব্রুয়ারী বিজ্ঞান ইউনিটের ভ‌র্তি পরীক্ষা হ‌বে, ৮ ফেব্রুয়ারী ব্যবসায় শিক্ষা ইউনিটের ভ‌র্তি পরীক্ষা হ‌বে, ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন) পরীক্ষা অনু‌ষ্ঠিত হ‌বে। ৩ জানুয়ারি আইবিএ ইউনিটের ভ‌র্তি পরীক্ষা হ‌বে।

রিয়াদ

×