ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১

৩ শিক্ষার্থীর ৪ শিক্ষক, তবুও শতভাগ ফেলের হ্যাটট্রিক

প্রকাশিত: ২২:২৮, ২৫ অক্টোবর ২০২৪

৩ শিক্ষার্থীর ৪ শিক্ষক, তবুও শতভাগ ফেলের হ্যাটট্রিক

উচ্চ মাধ্যমিক পড়ুয়া তিন শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন চারজন। তবুও সম্প্রতি প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে তিন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। এমন চিত্র দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের। টানা ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করেছে এই কলেজের শিক্ষার্থীরা।

 

 

 

 

ফুলবাড়ী পৌরসভার নিকটবর্তী লক্ষ্মীপুর বাজারে অবস্থিত উত্তর লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজটি। প্রতিষ্ঠানটির ক্যাম্পাস বেশ সাজানো ও গোছানো। ১৯৬৮ সালে স্থাপিত হলেও বিদ্যালয়টির ৫৮ বছর বয়সে এসে এই স্কুল অ্যান্ড কলেজটি ফুলবাড়ী উপজেলার লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্কুল পর্যায়ের ফলাফল ভালো হলেও বিগত বছরগুলোয় কলেজ থেকে কেউ এইচএসসি পাস করেনি।

 

খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালে এইচএসসি পরীক্ষা দেন একজন শিক্ষার্থী এবং সে ফেল করে। ২০২৩ সালে তিনজন অংশগ্রহণ করলেও কেউ পাস করতে পারেনি। এ বছরেও তিনজন পরীক্ষা দিলেও সবাই ফেল করেছে। এর আগেও ২০১৬ সালেও এই কলেজে শতভাগ শিক্ষার্থী ফেল করেছিল বলে জানা যায়

 

ফুয়াদ

×